kalchitro
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯

মেক্সিকো পোল্যান্ড গোল শূন্য ড্র


কালচিত্র প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০২:৩২ এএম মেক্সিকো পোল্যান্ড গোল শূন্য ড্র

যোগ এসেছিল একদমই খেলার ধারার বিপরীতে। বিশ্বকাপে একটি গোলের জন্য মরিয়া হয়ে থাকা রবের্ত লেভানদোভস্কি কাজে লাগাতে পারলেন না সুবর্ণ সেই সুযোগ। পোলিশ ‘গোলমেশিন’ মিস করলেন পেনাল্টি!  বেঁচে গেল মেক্সিকো।  

মঙ্গলবার (২২ নভেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বল দখল, আক্রমণ, গোলের সুযোগ তৈরি, গোলের জন্য শট, লক্ষ্যে শট সব মাপকাঠিতেই এগিয়ে ছিল মেক্সিকো। কিন্তু সবচেয়ে নিশ্চিত সুযোগটা পায় পোল্যান্ডই। কিন্তু গিয়েরমো ওচোয়া বিশ্ব আসরে আরও একবার দেখালেন, গোলরক্ষক হিসেবে কতটা অসাধারণ তিনি। ঠেকিয়ে দিলেন লেভানদোভস্কির স্পট কিক।
 

Side banner