kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

যেকোনো ভাষার অনুবাদ গুগল চশমায়


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০৯:৪৫ পিএম যেকোনো ভাষার অনুবাদ গুগল চশমায়

নতুন অগমেন্টেড রিয়েলিটি (এআর) চশমা বাজারে আনতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল, যাতে ভেসে উঠবে যেকোনো ভাষার অনুবাদ।

গত মাসে প্রতিষ্ঠানটির বার্ষিক ইনপুট/আউটপুট (আই/ও) ডেভেলপার কনফারেন্সে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই চশমাটির বিষয়ে ধারণা দেন।

দোহা নিউজের প্রতিবেদনে জানানো হয়, গুগলের স্মার্ট এ চশমা টেক্সট অনুবাদ করে পরিধানকারীর পছন্দ অনুযায়ী ভাষায় প্রদর্শন করে।

যেভাবে অনুবাদ

চশমায় থাকা মাইক্রোফোন কাছাকাছি শব্দ শুনতে পারে। পরবর্তী ধাপে শব্দগুলোকে টেক্সটে রূপান্তর করা হয়। এরপর টেক্সট অনুবাদ হয়ে চশমার লেন্সে ভেসে ওঠে।

মোবাইলে গুগল ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করেও অনেক ভাষা অনুবাদ করার সুযোগ রয়েছে, তবে চশমার মাধ্যমে সেটি করা যাবে আরও সহজে।

এআর চশমার বিষয়ে খুঁটিনাটি সব জানায়নি গুগল। প্রতিষ্ঠানটির প্রকাশিত টিজারে মূলত চশমার অনুবাদ সক্ষমতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানিগুলো অনেক বছর ধরে এআর প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। যদিও এ প্রযুক্তির বাস্তবিক সুবিধা তুলে ধরেছে অল্প কিছু প্রতিষ্ঠান।
 
সুবিধার বিষয়ে স্বচ্ছ ধারণা ছাড়া অনেকেই এআর চশমা পরতে চান না। এ ক্ষেত্রে অনুবাদ হতে পারে চশমা পরার যৌক্তিক কারণগুলোর একটি।

Side banner