kalchitro
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ১১:১৫ পিএম বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।

এর আগে, সকালে প্রেমিক ইকতারের (১৬) বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা। শুধু তাই নয়, বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। প্রেমিক ইকতার পৌরশহরের নারায়নপুর গ্রামের অটোরিকশাচালক জিলু মিয়ার ছেলে।

ওই কিশোরী জানিয়েছেন, দুই বছর ধরে ইকতারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তাদের সম্পর্কের বিষয়টি পরিবারসহ প্রতিবেশীরাও জানে। তাছাড়া বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছে ইকতার। বর্তমান ইকতার তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। পরে কোনো উপায় না পেয়ে ইকতারের বাড়িতে চলে আসি বলে জানান কিশোরী।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা শুনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

Side banner