kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

দেলদুয়ারে যুবককে কুপিয়ে খুন


কালচিত্র | স্থানীয় প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৩, ১২:২১ এএম দেলদুয়ারে যুবককে কুপিয়ে খুন

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রকাশ্যে কুপিয়ে নিমর্মভাবে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লাউহাটী বাজারে এ খুনের ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম জনি মিয়া (২০)। তিনি হেরেন্দ্র পাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জনি মিয়া লাউহাটী বাজারে একটি মোবাইলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে লাউহাটী গ্রামের সুইফ (২২) ও প্রান্ত (২৩) সেখানে উপস্থিত হয়ে জনিকে  ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে উপস্থিত জনতা এগিয়ে এসে জনিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
 

Side banner