kalchitro
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

দেলদুয়ারে সাবেক এমপি মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত


কালচিত্র | স্থানীয় প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৩, ১০:৫৯ পিএম দেলদুয়ারে সাবেক এমপি মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আলহাজ্ব অ্যাড. মো. মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, দেলদুয়ার সদর ইউপি চেয়ারম্যান মাসুদ উজ্জামান খান,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর ইসলাম। 

ছাত্রলীগের সভাপতি মাসুদ রানাসহ দলের বিভিন্ন নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
 

Side banner