kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

দেলদুয়ারে ট্রিপল মার্ডার


কালচিত্র | স্থানীয় প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৭:১৮ এএম দেলদুয়ারে ট্রিপল মার্ডার

টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

খুন হওয়া তিনজন হলেন- দেউলী ইউনিয়নের সাবেক মেম্বার ফজলু মিয়ার ছেলের বউ মনিরা বেগম (২৭) ও তার দুই নাতি মুসফিক (৫) এবং মাশরাফ(২)। 

স্থানীয় এলাকাবাসী জানান, ফজলু মিয়ার ছেলে সাহেদ একজন নেশাগ্রস্থ। নেশার টাকার জন্য প্রায়ই বাড়ির লোকজনকে অত্যাচার করতো।  
ঘটনার দিন সাহেদ তার বাড়ির আশেপাশের লোকজনকে ডেকে বলে, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লোকজন আসার আগেই সে পালিয়ে যায়। 

পরে বাড়ির আশেপাশের লোকজন এসে দেখে, মনিরা বেগমের পা মাটিতে ঠেকানো এবং ধর্ণার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। পাশেই শিশু বাচ্চা দুটির নিথর দেহ পড়ে ছিল। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

এলাকাবাসীর ধারণা, সাহেদ তার স্ত্রী ও সন্তানদের হত্যা করে পালিয়েছে। মুহূর্তেই এলাকার শত শত লোক ঘটনাস্থলে জড়ো হতে থাকে। 

দেউলী ইউপি চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন,লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে খুনের প্রকৃত রহস্য জানা যাবে। 

Side banner