kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

দেলদুয়ারে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


কালচিত্র | স্থানীয় প্রতিনিধি প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ১২:০৪ এএম দেলদুয়ারে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ ও সার এবং ১০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সার ও বীজ বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ।
 

Side banner