kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

রামুতে বাস উল্টে নিহত ২, উদ্ধার তৎপরতা চলছে


কালচিত্র প্রকাশিত: আগস্ট ২১, ২০২০, ০৯:০৫ পিএম রামুতে বাস উল্টে নিহত ২, উদ্ধার তৎপরতা চলছে

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায়ে ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছে। গাড়ির নিচে চাপা পড়ে থাকা আরও যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আনিসুর রহমান ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালের নেয়ার পথে মারা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।

Side banner