kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০২০, ০৪:৪০ পিএম খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

পার্বত্য জেলা খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত বিকাশ খীসা গ্রুপ) এর কর্মী ধর্মজয় চাকমা নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সকালে জেলার দীঘিনালা উপজেলার দুর্গম হাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধর্মজয় চাকমা হাজাপাড়া এলাকার সুখীচরণ ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ধর্মজয় চাকমা বাড়ি থেকে বের হওয়া মাত্র আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূত্র: যমুনা টিভি

আরআইএস 

Side banner