kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১২:০৫ এএম ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি
সংগৃহীত ছবি

টিসিবির জন্য ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক ভার্চুয়ালি সাংবাদিকদের এ তথ্য জানান।

আবদুল বারিক জানান, সরকারি প্রতিষ্ঠান টিসিবি সরাসরি ক্রয় পদ্ধতিতে সুপার অয়েল রিফাইনারি, মেঘনা এডিবল অয়েল রিফাইনারি এবং সিটি এডিবল অয়েল থেকে তেল কেনা হবে। তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

তিনি আরও বলেন, প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮৫ টাকা। দুই লিটারের বোতলে সরবরাহ করা হবে সয়াবিন তেল।

মরক্কো ও কাতার থেকে ৬৩৭ কোটি টাকায় ৯০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

Side banner