kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

‘ধনীদের চেয়ে বেশি ভ্যাট দিচ্ছে অতি দরিদ্ররা’


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০১:৫২ এএম ‘ধনীদের চেয়ে বেশি ভ্যাট দিচ্ছে অতি দরিদ্ররা’

দেশে আয় অনুযায়ী ধনীদের চেয়ে অতি দরিদ্ররা বেশি ভ্যাট দিচ্ছে। গবেষণা সংস্থা র‍্যাপিডের তথ্য বলছে, দরিদ্ররা তাদের আয়ের প্রায় ৮ শতাংশ ভ্যাট দেয় অথচ ধনীরা ব্যয় করে এক শতাংশ।

শনিবার (১৯ নভেম্বর) রাজধানীতে গবেষণা প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি।

দেশের ধনী-গরীবের আয়-ব্যয়ের ওপর গবেষণা করেছে র‍্যাপিড। এ সময় পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ কর বাড়ানোর ওপর জোর দেন গবেষকরা।

তাদের তথ্যমতে, ১৯৯০ সালেও একজন গরীবের মাথাপিছু আয় ছিল এক শতাংশের বেশি। ২০১৬ সালে তা দাঁড়ায় শূন্য দশমিক ২৩ শতাংশে। উল্টোদিকে ধনী ব্যক্তির আয় ১৭ থেকে বেড়ে ৩০ শতাংশ হয়েছে।

র‍্যাপিডের চেয়ারম্যান গবেষক আব্দুর রাজ্জাক বলছেন, ধনীদের তুলনায় গরীবরা ভ্যাট দিয়ে বেশি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছে। এতে আয়-ব্যয়ের বৈষম্য আরও বাড়ছে।

তিনি আরও বলেন, বর্তমানে রাজস্ব আদায়ের ৬৫ শতাংশ আসে পরোক্ষ কর থেকে। যার চাপ সইতে হয় ভোক্তাদের, এর মধ্যে দরিদ্রদের টানতে হয় বেশি। এক্ষেত্রে রাজস্ব বোর্ডের দুর্বলতাকে কারণ হিসেবে তুলে ধরছেন গবেষকরা।

অনুষ্ঠানে জানান হয়, দেশে নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে আড়াই লাখের বেশি কিন্তু কর্পোরেট কর দেয় মাত্র ৩৫ হাজার কোম্পানি।
 

Side banner