kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০

ব্যাংক খাতে ফের বাড়ল খেলাপি ঋণ


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০১:০৬ এএম ব্যাংক খাতে ফের বাড়ল খেলাপি ঋণ

ব্যাংক খাতে আবারও খেলাপি ঋণ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানা গেছে, সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাড়িয়েঁছে ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশ। 

ওই প্রতিবেদনে থেকে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশ। 

বরাবরের মতো খেলাপি ঋণের দিক থেকে এগিয়ে রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলো। যা টাকার অঙ্কে ৬০ হাজার ৫০১ কোটি টাকা। এ সময়ে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দাঁড়িয়েঁছে ৬৬ হাজার ৬৯৫ কোটি টাকা।

এর  আগে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত জুন শেষে ব্যাংকখাতে মোট খেলাপি ঋণের পরিমাণ এক দশমিক ২৫ লাখ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ব সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ৫৫ হাজার কোটি টাকারও বেশি।
 

Side banner