kalchitro
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

পাঁচ দিনের মাথায় ফের বাড়ল স্বর্ণের দাম


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০৯:৫৬ এএম পাঁচ দিনের মাথায় ফের বাড়ল স্বর্ণের দাম
ফাইল ফটো

পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ১৭৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি দাঁড়াবে ৮৪ হাজার ১৮৬ টাকা।

শুক্রবার ( ১৮ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮৪ হাজার ১৮৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৩৩০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৮ হাজার ৯১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৬৬৭ টাকা।

সর্বশেষ গত ১২ নভেম্বর সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে গত ২৪ অক্টোবর ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা ও ২৭ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা দাম কমানো হয়েছিল। তবে গত ১১ সেপ্টেম্বর সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২৮৩ টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।
 

Side banner