kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

‘শেখ হাসিনা গড়তে জানেন, খালেদা জিয়া ভাঙতে জানেন ’


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০, ১০:৩২ পিএম ‘শেখ হাসিনা গড়তে জানেন, খালেদা জিয়া ভাঙতে জানেন ’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু গড়তে জানেন, কোনো কিছু ভোগ করতে জানেন না। আর খালেদা জিয়া ভাঙতে জানেন, তিনি গড়তে জানেন না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করার পর দেশে শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন এসেছে।

শনিবার বিকালে নেত্রকোনার বারহাট্টা উপজেলার হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে।

এসময় তিনি আরো বলেন, দেশের মানুষের আনন্দই শেখ হাসিনার আনন্দ। আর জনগণের ভালো-মন্দ নিয়ে খালেদা জিয়ার কোনো মাথা ব্যথা নেই। তাই বিএনপিকে মানুষ এখন আর চায় না। আওয়ামী লীগকেই জনগণ বারবার ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বাংলাদেশকে এখন কেউ আর তলাবিহীন ঝুড়ির দেশ বলে না।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে- অন্তরের আলো প্রজ্বলিত করে মনুষ্যত্ব তৈরি করা। একজন ভালো মানুষ হওয়া। আমাদের ভালো মানুষ হওয়া বেশি জরুরি। এই দেশ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সৎ নিষ্ঠাবান ও ভালো মানুষ হওয়া বেশি জরুরি। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আরও অনেক কিছুই শিখতে হবে; যাতে ভবিষ্যতে ভালো মানুষ ও দায়িত্ববান নাগরিক হওয়া যায়। তিনি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে বলেন। একই সঙ্গে তাদের মানবিক ও ইতিবাচক মননশীলতার আহ্বান জানান। মুজিব শতবর্ষে দেশের উন্নয়ন নিয়ে তিনি বলেন, এক সময় বাংলাদেশকে অনেকে তলাবিহীন ঝুড়ির দেশ বলে উপহাস করত। এখন আর এ কথা কেউ বলতে সাহস পাবে না। আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে। করোনা মহামারী নিয়ন্ত্রণেও সরকার সফলতা দেখিয়ে যাচ্ছে।

এসময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোরশেদ, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাজহারুল ইসলাম, যুবলীগ নেতা একেএম আজাহারুল ইসলাম প্রমুখ। 

কালচিত্র / পিজে

Side banner