kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ঈদের ৭ দিন এক জেলার মোটরবাইক অন্য জেলায় যাবে না


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ১১:৫৮ পিএম ঈদের ৭ দিন এক জেলার মোটরবাইক অন্য জেলায় যাবে না

পবিত্র ঈদুল আজহার আগে-পরে সাত দিন এক জেলার মোটরবাইক অন্য জেলায় চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন বিভাগে অনুষ্ঠিত এক সভা শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

তিনি বলেন, ঈদের সময় মোটরসাইকেলে রাইড শেয়ারিং করা যাবে না। এক জেলা থেকে মোটরসাইকেল নিয়ে আরেক জেলায় যে মানুষ যায়, হাইওয়েতে এটা করা যাবে না। এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যাবে না।

সচিব বলেন, ঈদের আগের তিনদিন, ঈদের দিন ও পরের তিনদিন কোনো যৌক্তিক কারণ ছাড়া এটা করা যাবে না। কোনো কারণে যদি যেতে হয় তাহলে পুলিশকে জানিয়ে তারপর যেতে হবে। এটা বৈঠকের রেজ্যুলেশন আকারে খুব শিগগির বের হবে।

Side banner