গাজীপুরের কালীগঞ্জে গত শনিবার (১২ মার্চ) ‘বিনামূল্যে চিকিৎসা সেবা ছাউনি’র আয়োজন করা হয়। উপজেলার জামালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব সরকারপাড়া গ্রামে এই কার্যক্রম চলে।
কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘Help for the humanity’ সংগঠন। ‘সবাই মিলে একসাথে মিলে মিশে সবার পাশে’- এই স্লোগানে ২০১৮ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটি মূলত ৪টি ক্ষেত্রের উপরে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। যার মধ্যে রয়েছে নিরাপদ পানি, খাদ্য - বস্র-শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও দারিদ্র বিমোচন।

‘বিনামূল্যে চিকিৎসা সেবা ছাউনি’ কার্যক্রমটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন ডা. তানভীর আহমেদ, এমবিবিএস ( ঢাকা) সি এম ইউ ( আল্ট্রা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও রোগী দেখেন গাইনী বিশেষজ্ঞ ডা. ফারোয়া তন্নি এমবিবিএস ( ঢাকা), পি জি টি ( গাইনি এবং অবস্), ডি এম ইউ ( আল্ট্রা), তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল।
কার্যক্রমটি নিয়ে এলাকার স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। সকাল থেকেই অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নেয়ার জন্য লাইন ধরে দাড়িয়ে যায়। সকল রোগী স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা নেন। চিকিৎসা ছাউনিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের বিশেষ ব্যবস্থা ছিল। চিকিৎসক প্রদানে সার্বিক সহায়তায় ছিল নুবহা জেনারেল হাসপাতাল।

চিকিৎসা সেবা ছাউনিতে উপস্থিত ছিলেন জামালপুর ৭নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার জনাব নাজমুল শেখ। তিনি বলেন, এ ধরনের মহৎ উদ্যোগ সত্যিই প্রশংশনীয়।
আলাপকালে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, ভবিষ্যতে আরও বিভিন্ন এলাকায় এই সংগঠনটি বৃহৎ পরিসরে কাজ করে যাবে। চিকিৎসক প্রদান করে সহায়তা করেছে নুবহা জেনারেল হাসপাতাল।
আপনার মতামত লিখুন :