kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

দেলদুয়ারে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


কালচিত্র | দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০২:০৩ এএম দেলদুয়ারে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

সোমবার টাঙ্গাইলের দেলদুয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিরস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন  করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে আলোচনা সভা ও যুব ঋণ বিতরন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার  ফারহানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্থানীয় সংসদ সদস্য আহসানুল  ইসলাম টিটু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জ্ঞিনিয়ার মাহমুদুল হাসান মারুফ,  ভাইস চেয়ারম্যান  এহসানুল হক সুমন, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন  মৃধা,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ও সাধারন সম্পাদক এম শিবলী সাদিক প্রমুখ। পরে দোয়া মাহফিল ও কয়েকজন যুবক যুবতির মাঝে  যুব ঋণ বিতরণ করা হয়।

Side banner