kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১৩ আশ্বিন ১৪২৯

ফাঁসির অভিনয় করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু


কালচিত্র | কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০৯:৪০ পিএম ফাঁসির অভিনয় করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে টিকটক দেখে ফাঁসি নেয়ার অভিনয় করতে গিয়ে হুমাইরা নামে আট বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।


রবিববার বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব গাঙ্গুলপাড়া এলাকার ভিজার বাড়িতে এ ঘটনা ঘটে। হুমাইরা একই এলাকার খুর্শিদ উদ্দিনের মেয়ে ও গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, রবিবার বিকেলে বাড়ির বাইরে কাজে ছিলেন হুমাইরার মা। আর বাবা ঘুমিয়ে ছিলেন বারান্দায়। এ সুযোগে নিজের ছোট ভাইকে ঘর থেকে বের করে দিয়ে টিকটকে ভিডিও দেখে ফাঁসের অভিনয় করছিল হুমাইরা। ঘরের দরজা বন্ধ দেখে জানালায় উঁকি দিতেই বাঁশের সঙ্গে মেয়েকে ঝুলতে দেখেন মা। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।

Side banner