kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

দেলদুয়ারে এক মাথা বিহিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


কালচিত্র | দেলদুয়ার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৩:৫৯ পিএম দেলদুয়ারে এক মাথা বিহিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজ  হওয়ার ১ দিন পর শিক্ষার্থী  শাকিল মিয়া (১৫) মাথা বিহিন লাশ উদ্ধার করেছে পুলিশ।


আজ সকালে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার (ওসি) নাছির উদ্দিন মৃধা। শাকিল দেলদুয়ার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের বুদ্দু সিকদারের ছেলে। শাকিল বাথুলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র, ও অটোচালক।


দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা বলেন, শাকিল লেখা পড়ার পাশাপাশি অটোচালাতেন গতকাল অটোচালাতে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়িফিরে আসেনি।


আজ সকালে শাকিলের মাথা বিহিন মরদেহ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শর্য্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতেপেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 

Side banner