kalchitro
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯

বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার কমিটির সভা অনুষ্ঠিত 


কালচিত্র | কালচিত্র প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১২:১২ এএম বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার কমিটির সভা অনুষ্ঠিত 

গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পবিত্র কোরআন থেকে তেলোওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভার আয়োজন। 

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি পদপ্রার্থী মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্তমান সভাপতি মেজবাহ উদ্দিন সরকার।

বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জে উপজেলা শাখার  আহবায়ক সাংবাদিক  মোঃ ইব্রাহিম খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মুক্তাদির হোসেনের সঞ্চলনায় বাংলাদেশ প্রেসক্লাব, কালীগঞ্জ উপজেলা শাখার কমিটির পরিচিতি সভার প্রথম অধিবেশন শেষ হয়। 

দ্বিতীয় অধিবেশনে গাজীপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেন, সহ-সভাপতি মো. আলামিন দেওয়ান এবং সাধারণ সম্পাদক পদে মো. ইব্রাহিম খন্দকার দায়িত্ব পান। কালীগঞ্জ উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় মো.আলমগীর হোসেনকে, সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেনকে। মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটির সবাইকে পরিচিত করিয়ে দেয়া হয়।
 

Side banner