kalchitro
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯

দেলদুয়ারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ


কালচিত্র | দেলদুয়ার প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১২:২০ এএম দেলদুয়ারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়  রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়েছে।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে দেলদুয়ারের বারপাখিয়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ। 

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার। 

Side banner