kalchitro
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

দেলদুয়ারে স্বামীর হাতে স্ত্রী খুন


কালচিত্র | স্থানীয় প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৪:০৪ এএম দেলদুয়ারে স্বামীর হাতে স্ত্রী খুন

টাঙ্গাইলের দেলদুয়ারে মিতা বেগম (৪০) নামের এক নারী স্বামীর হাতে খুন হয়েছেন। পুলিশ ঘাতক স্বামী মিনজু মিয়াকে গ্রেপ্তার করেছে। শনিবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কোপাখী গ্রামে এ খুনের ঘটনা ঘটে। 

নিহত সুমিতা বেগমের বোনের স্বামী শরীফ মিয়া জানান, শ্বশুর বাড়ীর ওয়ারিশের সম্পত্তির জন্য প্রায়ই মিনজু মিয়া সুমিতা বেগমকে মারধর করতো।

শনিবার রাতেও একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মিনজু মিয়া সুমিতা বেগমকে মেরে ফেলে। 

এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা বলেন, সুমিতা বেগমের খুনের সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী মিনজু মিয়াকে গ্রেপ্তার করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুমিতা বেগমের বোন ববিতা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
 

Side banner