পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শনিবার (৮ এপ্রিল) বাদ আসর গাজীপুর প্রকৌশলী ভবনের মাল্টিপারপাস হল রুমে আয়োজিত ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করেন অধ্যাপক আবুল হোসেন চৌধুরী।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুসা খাঁন রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন শামীম এর যৌথ সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহছান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর মুকুল কুমার মল্লিক, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা প্রফেসর শামসুল হুদা লিটন, প্রফেসর মোকলেছুর রহমান, এম এ সালাম সান্ত, মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কামাল চৌধুরী, বাংলা ভূমি পএিকার সম্পাদক নজরুল ইসলাম আজহার, সহ-সভাপতি খন্দকার ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন দেওয়ান।
আপনার মতামত লিখুন :