kalchitro
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

শহীদ ময়েজউদ্দীন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


কালচিত্র | স্থানীয় প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৮:৪৫ পিএম শহীদ ময়েজউদ্দীন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদি ইউনিয়নের ভূঁইয়াব গ্রামে ভুঁইয়াব যুব সমাজ এর উদ্যোগে শহীদ ময়েজউদ্দীন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার সকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কাজী ফরহাদ। 

দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এ সময় অসংখ্য দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের উৎসাহ প্রদান করেন। 

রেফারির দায়িত্ব পালন করেন মো. কাইয়ুম, আক্তারুজ্জামান এবং আনোয়ার হোসেন। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন মো. শেখ রাসেল ও মো. সুজন মিয়া। শহীদ ময়েজউদ্দীন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় নূর ফ্যাশন এবং রানার্সআপ হয় রবাইদ যুব সংঘ।

Side banner