kalchitro
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

পর্ন ছবি বানানোর দায়ে শিল্পা শেঠির স্বামী গ্রেফতার


কালচিত্র | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ১১:১৭ এএম পর্ন ছবি বানানোর দায়ে শিল্পা শেঠির স্বামী গ্রেফতার

পর্ন ছবি বানানোর অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। রাজের বিরুদ্ধে অভিযোগ, পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। 

প্রশাসনের উপর মহল থেকে জানানো হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে গত সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।

প্রশাসন আরও জানিয়েছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে রয়েছে মু্ম্বাই পুলিশের। গ্রেফতারের আগে রাজ কুন্দ্রাকে অর্থ পাচার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অপরাধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে।

প্রসঙ্গত, ২০১৩ সালে রাজের বিরুদ্ধে মৃত গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে অর্থ পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ছিল।

ভারতীয়-ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ২০০৯ সালে বিয়ে করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

Side banner