বিশিষ্ট কথা সাহিত্যিক চন্দন আনোয়ারের ৪৩তম জন্মদিন উপলক্ষ্যে কালচিত্র ও তার পাঠককূলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
চন্দন আনোয়ার, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক ও সম্পাদক। জন্ম ১৯৭৮ সালে নাটোরে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর কর্মজীবন শুরু হয় কলেজ অধ্যাপনার মাধ্যমে। বিসিএস (সাধারণ শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী কলেজের বাংলা বিভাগে যোগদান করেন।
তিনি ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস), রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি আর্জন করেন। বর্তমানে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা পেশায় নিয়োজিত।
গল্প-উপন্যাস-প্রবন্ধ মিলিয়ে এ পর্যন্ত চন্দন আনোয়ারের ১৬টি মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বহু মূল্যবান গ্রন্থ সম্পাদনা করেছেন।
তাঁর গল্পগ্রন্থ : ১. প্রথম পাপ দ্বিতীয় জীবন; ২. অসংখ্য চিৎকার ; ৩. পোড়োবাড়ি ও মৃত্যুচিহ্নিত কণ্ঠস্বর, ৪. ইচ্ছামৃত্যু ইশতেহার; ৫. ত্রিপাদ ঈশ্বরের জিভ; ৬. আঁধার ও রাজগোখরা ৭. নির্বাচিত ৩০।
উপন্যাস : ১. শাপিতপুরুষ; ২. অর্পিত জীবন।
প্রবন্ধগ্রন্থ : ১. বাংলা ছোটগল্প ও তিন গোত্রজ গল্পকার : মানিক-হাসান-ইলিয়াস; ২. উজানের চিন্তক হাসান আজিজুল হক; ৩. হাসান আজিজুল হকের কথাসাহিত্য : বিষয়বিন্যাস ও নির্মাণকৌশল; ৪. নজরুলের জীবন ও কর্মে প্রেম; ৫. বাঙালির চিন্তাবিভূতি : সংস্কৃতি, সাহিত্য ও মুক্তিযুদ্ধ; ৬. কথাসাহিত্যের সোজাকথা; ৭. হাসান আজিজুল হক : আলাপন ও মূল্যায়ন।
সম্পাদিত গ্রন্থ : ১. শূন্যদশকের গল্প : গল্পপঞ্চাশৎ; ২. হাসান আজিজুল হক : নিবিড় অবলোকন; ৩. এই সময়ের কথাসাহিত্য ১ম খণ্ড ও ২য় খণ্ড; ৪ হাসান আজিজুল হক সমীপেষু। তাঁর সম্পাদনায় রাজশাহী থেকে প্রকাশিত হয় গল্প-বিষয়ক পত্রিকা ‘গল্পকথা’।
সূচি
বিশেষ সাক্ষাৎকার
বিশেষ সংখ্যার গল্প
চন্দন আনোয়ার। রক্তখেকো সাপ ও আমাদের নপুংসকত্ব
নির্বাচিত প্রবন্ধ
সাধন চট্টোপাধ্যায় । চন্দন আনোয়ারের গল্পের বার্তা
ড. মোহাম্মদ জয়নুদ্দীন। চন্দন আনোয়ারের চর্চিত গল্পমালা
ড. মোঃ আব্দুর রশীদ। চন্দন আনোয়ারের গল্প: মুক্তিযুদ্ধোত্তর প্রতিচ্ছবি
আকরামুল হক । চন্দন আনোয়ারের গল্পে উন্মোচিত জীবন-সংকট
কামাল খাঁ । চন্দন আনোয়ারের শাপিতপুরুষ : বিষ বিরিক্ষের ফল
শুচিস্মিতা দেব । আলোর সন্ধানে চন্দন আনোয়ারের অর্পিত জীবন
আপনার মতামত লিখুন :