বঞ্চনার অবসান হোক...
মাল্যবান চট্টোপাধ্যায়
পশ্চিম বঙ্গের একাধিক রাজ্য বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সহ সমাজ বিজ্ঞানের বিষয়গুলি এম.এ শুধুমাত্র ইংরেজি মাধ্যমে পড়ানো এবং উত্তরপত্র শুধুমাত্র ইংরেজিতে লিখতে বাধ্য করার নীতি অবিলম্বে বাতিল হোক। পশ্চিমবঙ্গে সকল রাজ্য বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সহ সকল সমাজ বিজ্ঞান এর বিভাগের পরীক্ষার প্রশ্নপত্র(যেখানে বাংলা মাধ্যমে উত্তর লেখার সুযোগ এখনো আছে) ইংরেজির সাথে সাথে বাংলায় করার দাবী বাস্তব সত্য হোক....
আপনার মতামত লিখুন :